পৃথির রোগ ধরতে পারছে না বাংলাদেশ-ভারতের কোনো ডাক্তার!

নিজস্ব প্রতিবেদক
5 July 2024 4:13 pm
পৃথীর বাবা মেয়ের চিকিৎসা করাতে গিয়ে সর্বসান্ত।

পৃথীর বাবা মেয়ের চিকিৎসা করাতে গিয়ে সর্বসান্ত।

বাংলাদেশ ও ভারতের বিভিন্ন হাসপাতাল ও ডাক্তারদের দেখিয়েও রোগ নির্ণয় ও নিরাময় করতে পারা যায়নি পৃথীর। ওর পুরো নাম সাবিকুন নাহার পৃথি। ১৮ বছরের এই মেয়েটি এখন মৃত্যুর সাথে লড়ছে পাঞ্জা। তার বাবা মেয়ের চিকিৎসা করাতে গিয়ে সর্বসান্ত। চিকিৎসার জন্য তিনি মেয়েকে ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু মেডিকেল, ইবনে সিনাসহ দেশের অন্যান্য অনেক সরকারি- বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েছেন।

সঠিক রোগ নির্নয়ে ব্যর্থ হয়ে ডাক্তারদের পরামর্শে ভারতের দুরারোগ্য রোগ চিকিৎসার জন্য বিখ্যাত আটিমিস হাসপাতালসহ আরো কয়েকটি হাসপাতালে নিয়ে গিয়ে লাখো টাকা ব্যয় করেছেন। কিন্তু সেখানেও রোগ সঠিকভাবে নির্নয় ও নিরাময়ে ব্যর্থ হয়েছেন তার বাবা। অবশেষে এখন ঢাকায় ফেরত এসে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছেন মেয়েকে। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

জানা গেছে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত পৃথী দীর্ঘদিন ধরে নানা জটিলতায় আক্রান্ত। তার নাক, কানসহ শরীরের অন্যান্য অঙ্গ-প্রতঙ্গ দিয়ে রক্তপাত হয়। এ অবস্থায় বর্তমান চিকিৎসক তাকে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে দ্রুত ভর্তির জন্য নির্দেশ দিয়েছেন। তাকে সিঙ্গাপুর অথবা থাইল্যান্ডের কোনো হাসপাতালে ভর্তি করিয়ে দ্রুত চিকিৎসা গ্রহণের পরামর্শ দিয়েছেন। তারা হয়তো পৃথীকে আধুনিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলতে পারবে বলে মনে করছেন তারা। এ অবস্থায় তার বাবারও ইচ্ছে প্রাণপ্রিয় মেয়েকে বাঁচানোর শেষ চেষ্টা করা। কিন্তু বিদেশে নিয়ে মেয়েকে চিকিৎসার আর্থিক সামর্থ্য তার নেই। তাই দেশে- বিদেশে অবস্থানরত দেশের দানশীল ও দয়াবান মানুষদের কাছে সহযোগিতা চেয়েছেন।

পৃথীকে সহযোগিতা করা যাবে ব্যাংকের এই ঠিকানায় :

Account Name: Md. Alamin,
Account no: 0771340027137
Social Islami Bank limited.
Mobile no: 01761351181, 01986591650