স্বপ্নকে ছাপিয়ে যাওয়া এক অবিস্মরণীয় জয়

ক্রীড়া প্রতিবেদক
26 August 2024 2:37 am
রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।

স্বপ্নকে ছাপিয়ে যাওয়া এক অবিস্মরণীয় জয় ছিনিয়ে আনলো টাইগাররা! ঘোর লাগিয়ে দেওয়া এক জয়! অথচ পাকিস্তানের সাথে টেস্ট শুরুর আগে বাংলাদেশের এরকম বিশাল জয়ের আশা ছিল অভাবনীয়। শেষ দিনের খেলা শুরুর সময়ও সবচেয়ে সম্ভাব্য ফল ছিল ‘ড্র।’ কিন্তু অনুমিত সেই চিত্রনাট্য বদলে দিলো টাইগাররা। মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিং আর গোটা দলের উজ্জীবিত পারফরম্যান্সে ধরা দিল অবিস্মরণীয় এক জয়।

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। নিজেদের সুদীর্ঘ টেস্ট ইতিহাসে দেশের মাঠে প্রথমবার ১০ উইকেটে হারের তেতো স্বাদ পেল পাকিস্তান।

টেস্টের শেষ দিনে রবিবার পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ১৪৬ রানেই থামিয়ে দেয় বাংলাদেশ। প্রথম ইনিংসের ১১৭ রানের লিড থাকায় জয়ের লক্ষ্য দাঁড়ায় স্রেফ ৩০ রানের। রান তাড়ায় জাকির হাসান ও সাদমান ইসলাম কোনো আঁচড় পড়তে দেননি বিজয়ে।

পাকিস্তানের বিপক্ষে ১৪ টেস্টে বাংলাদেশের প্রথম জয় এটি। পাকিস্তানের মাঠে তাদের বিপক্ষে ২১ আন্তর্জাতিক ম্যাচে প্রথম জয়ও এটিই। অবিশ্বাস্য হলেও সত্যি, রান তাড়ায় বাংলাদেশের প্রথম টেস্ট জয়ও এটি।

মুশফিকুর রহিমের ১৯১ রানের ম্যারাথন ইনিংসের সাথে সাদমান ইসলাম, মেহেদী হাসান মিরাজদের কার্যকর ব্যাটিংয়ের হাত ধরে যে ভিত গড়া হয়, সেটিকে শেষ দিনে পূর্ণতা দেন বোলাররা। বল হাতেও জ্বলে ওঠেন মিরাজ। সাম্প্রতিক সময়ে যার বোলিংয়ের ধার হারিয়ে গিয়েছিল, সেই সাকিবও এ দিন ফিরে পান ক্ষুরধার চেহারা। দুজনে মিলে শিকার করেন সাত উইকেট। বাকি তিন উইকেট নিয়ে অবদান রাখেন তিন পেসারও।

আগের দিন শেষ বিকেলে ১০ ওভার বোলিংয়েই বেশ আগ্রাসন ও উজ্জীবিত মানসিকতার ছাপ রাখেন বাংলাদেশের ক্রিকেটাররা। নতুন দিনেও তারা ধরে রাখেন সেই ধারা।

দিনের শুরুতে বাংলাদেশের জন্য জরুরি ছিল দ্রুত উইকেট নেওয়া। দলকে কাঙ্ক্ষিত সেই উইকেট এনে দেন হাসান মাহমুদ। নিজের প্রথম আর দিনের দ্বিতীয় ওভারে তিনি ফিরিয়ে দেন পাকিস্তানি অধিনায়ক শান মাসুদকে।

চারে নামা বাবর আজম জীবন পান প্রথম বলেই। এই টেস্টে দুর্দান্ত কিপিং করা লিটন কুমার দাস ছেড়ে দেন আপাত সহজ ক্যাচ। প্রথম ইনিংসে বাবরকে আউট করা শরিফুল এবার বঞ্চিত হন। অভিজ্ঞ ব্যাটসম্যান রক্ষা পান ‘পেয়ার’ বা দুই ইনিংসেই শূন্যতে আউট হওয়া থেকে।

জীবন পেয়ে বাবর বেশ আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। আব্দুল্লাহ শাফিকের সাথে তার জুটি জমে উঠতে থাকে। তবে তা বেশ বড় হতে দেয়নি নাহিদ রানার গতি। তরুণ এই ফাস্ট বোলার এ দিন ১৪৫ ছাড়িয়েছেন নিয়মিতই, ১৪৯.৯ কিলোমিটার গতির বলও করেন একটি। তার ১৪৬.৪ কিলোমিটার গতির ডেলিভারিতে শরীরের দূর থেকে ড্রাইভ করার চেষ্টায় স্টাম্পে টেনে আনেন বাবর (২২)। ৩৮ রানের সেই জুটিই পরে ইনিংসের সর্বোচ্চ জুটি হয়ে থাকে।।

দিনের প্রথম ঘণ্টায় উইকেট বেশ ভালোই ছিল ব্যাটিংয়ের জন্য। তবে পরে ক্রমেই টার্ন করতে থাকে বেশ। বাউন্সও ছিল অসম। লাফিয়ে উঠেছে কোনো বল, কোনোটি নিচু হয়েছে ভয়ঙ্করভাবে। উইকেটের সহায়তা কাজে লাগান সাকিব ও মিরাজ।

ক্যারিয়ারের শুরুতেই পাকিস্তানের রান মেশিন হয়ে ওঠা সাউদ শাাকিলকে দারুণ এক ডেলিভারিতে ফেরান সাকিব। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান এবার রানের দেখাই পাননি।

দারুণ খেলতে থাকা শাফিকের উইকেটটি উপহার পায় বাংলাদেশ। হঠাৎই তেড়েফুঁড়ে মারতে গিয়ে ৩৭ রানে উইকেট হারান এই ওপেনার। তাকে ফিরিয়েই তিন সংস্করণ মিলিয়ে সফলতম বাঁহাতি স্পিনার হয়ে যান সাকিব। পেছনে পড়ে যান ড্যানিয়েল ভেটোরি (৭০৫ উইকেট)।

নতুন ব্যাটসম্যান সালমান আলি আঘা টিকতে পারেননি এক বলও। মিরাজের দারুণ ডেলিভারিতে স্লিপে দুর্দান্ত রিফ্লেক্স ক্যাচ নেন সাদমান।

জয়ের সুবাস ততক্ষণে পেতে শুরু করেছে বাংলাদেশ। লাঞ্চের পর খুব একটা অপেক্ষা করতে হয়নি। মিরাজের নিচু হয়ে যাওয়া ডেলিভারি বিদায় করে দেয় শাহিন আফ্রিদিকে। টিকতে পারেননি নাসিম শাহও।

খুররাম শাহজাদকে নিয়ে জুটিতে পাল্টা আক্রমণে ফিফটি করেন রিজওয়ান। তবে বড় বাধা হয়ে উঠতে পারেননি তিনিও। প্রিয় সুইপ খেলার চেষ্টায় মিরাজের বল স্টাম্পে টেনে আনেন তিনি। একটু পর মিরাজই শেষ করে দেন ইনিংস।

ছোট্ট লক্ষ্যে রান তাড়ায় জাকির ও সাদমানের সময় লাগেনি খুব একটা। সালমানের বল সীমানায় পাঠিয়ে দলকে জয়ের ঠিকানায় নিয়ে যান জাকির। ধারাভাষ্য কক্ষে আতহার আলি খান গর্জন করে ওঠেন, “ইতিহাস গড়ল এই দল…।”

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে পাঁচ টেস্টে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। গত বছর জয় ধরা দিয়েছিল নিউ জিল্যান্ডের বিপক্ষে। এবার জয়ের দেখা পেলেন তিনি নিজের জন্মদিনে। জয়টি হয়তো ভুলবেন না তিনি। ম্যাচটি আলাদা জায়গা নিয়ে থাকবে দেশের ক্রিকেট ইতিহাসেও।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান ১ম ইনিংস: ৪৪৮/৬ (ডি.)

বাংলাদেশ ১ম ইনিংস: ৫৬৫

পাকিস্তান ২য় ইনিংস: (আগের দিন ২৩/১) ৫৫.৫ ওভারে ১৪৬ (শাফিক ৩৭, মাসুদ ১৪, বাবর ২২, শাকিল ০, রিজওয়ান ৫১, সালমান ০, আফ্রিদি ২, নাসিম ৩, শাহজাদ ৫*, আলি ০; শরিফুল ১১-২-২০-১, হাসান ১০-২-২০-১, সাকিব ১৭-৩-৪৪-৩, নাহিদ ৬-০-৩০-১, মিরাজ ১১.৫-২-২১-৪)।

বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৩০) ৬.৩ ওভা ৩০/০ (জাকির ১৫*, সাদমান ৯*; আফ্রিদি ২-০-৮-০, নাসিম ৩-১-৭-০, সালমান ১.৩-০-৯-০)।

ফল: বাংলাদেশ ১০ উইকেটে জয়ী।

সিরিজ: দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ।

ম্যান অব দা ম্যাচ: মুশফিকুর রহিম।