বন্যা পরবর্তী পূণর্বাসনে দুর্গতদের ‘একিপ ফাউন্ডেশন’ দিল টিন

নিজস্ব প্রতিবেদক
16 November 2024 10:33 pm
ডোনেশন প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন একিপ ফাউন্ডেশনের চেয়ারম্যান সংগীতশিল্পী, ভার্সডসফট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সমাজসেবক ফাহিম ফয়সাল।

ডোনেশন প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন একিপ ফাউন্ডেশনের চেয়ারম্যান সংগীতশিল্পী, ভার্সডসফট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সমাজসেবক ফাহিম ফয়সাল।

দেশের পূর্বাঞ্চলে প্রলয়ংকরী বন্যা পরবর্তী সময়ে ‘একিপ ফাউন্ডেশন’ এর উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের ঘর সংস্কারের জন্য ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী খালেদ আশরাফী ও ভার্সডসফট লিঃ এর যৌথ উদ্যোগে শনিবার (১৬ নভেম্বর) টিনের চাল প্রদান করা হয়।

ডোনেশন প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একিপ ফাউন্ডেশনের চেয়ারম্যান সংগীতশিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব, ভার্সডসফট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সমাজসেবক ফাহিম ফয়সাল। এতে আরও উপস্থিত ছিলেন একিপ ফাউন্ডেশনের এক্সিকিউটিভ নাইমুর রহমান, সমাজসেবক শাহ আলম মাস্টার ও লক্ষ্মীপুরের যাদৈয়া গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার বিশিষ্ট সমাজসেবকবৃন্দ।

সংগীতশিল্পী ও একিপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাহিম ফয়সাল বলেন, মানুষের কল্যাণে কাজ করার মধ্যে অসীম আনন্দ আছে। আমি দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছি। বিভিন্ন সময়ে অসহায় মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াতে যথাসাধ্য চেষ্টা করেছি। আগে ব্যক্তিগতভাবে এই দাতব্য কাজগুলো করতাম। এখন প্রাতিষ্ঠানিকভাবে করছি। বড় পরিসরে সমাজের সুবিধাবঞ্চিতদের উন্নয়নে আরো কাজ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।