মৃত্যুদণ্ডের আসামীর পলায়নের ঘটনায় জেলার- কারারক্ষী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
29 June 2024 3:38 am
চার আসামীর পলায়নের ঘটনায় সারাদেশে তোলপাড় ফেলে

এই চার আসামী অবশ্য পরে জনগণের সহায়তায় আটক করা হয়। ইনসেটে বগুড়া জেলা কারাগারের ডেপুটি জেলার মো. হোসেনুজ্জামান। ছবি : সংগৃহীত

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামীর পলায়নের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে একজন ডেপুটি জেলার ও প্রধান কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। এরা হলেন ডেপুটি জেলার মো. হোসেনুজ্জামান ও প্রধান কারারক্ষী ফরিদ উদ্দিন। বগুড়া কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই চার আসামিকে অবশ্য পরে পাকড়াও করে পুলিশ।

গতকাল তাদের বরখাস্ত করা হয় বলে কারা কর্তৃপক্ষ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। প্রসঙ্গত, গত ২৬ জুন কারা কর্তৃপক্ষ আরও তিন কারারক্ষীকে বরখাস্ত করে বলে জানান জেল সুপার আনোয়ার হোসেন।

কারা কর্তৃপক্ষ ইতোমধ্যে জাফলং নামের সেই সেলটি খালি করেছে এবং সেখানে থাকা ১০ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও জঙ্গিসহ অন্যান্য ১৬ জন আসামিকে সরিয়ে নিয়েছে।

অবকাঠামোগত দুর্বলতার কারণে তদন্ত কমিটি এই সেলটিকে ঝুঁকিপূর্ণ মনে করায় আসামিদের কারাগারের অন্য একটি সেলে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে বলেও জানান জেল সুপার।