মাধুরীর ক্রাশ ছিলেন যে ক্রিকেটার!

বিনোদন প্রতিবেদক
12 July 2024 4:30 pm
সুনীল গাভাস্কার! মাধুরী তার চেয়ে ঢের বয়সে বড় এই ক্রিকেট কিংবদন্তীর প্রতি দুর্বলতা ছিল বড় রকমের।

সুনীল গাভাস্কার! মাধুরী তার চেয়ে ঢের বয়সে বড় এই ক্রিকেট কিংবদন্তীর প্রতি দুর্বলতা ছিল বড় রকমের।

যৌবনে বলিউড অভিনেত্রী মাধুরী দিক্ষিত ছিলেন তরুণ-যুবকদের স্বপ্নের রানী, যাকে আজকের বিশ্ব বলে ক্রাশ। মাধুরীরও পছন্দের বা স্বপ্নের নায়ক ছিলেন। প্রেমে মজেছিলেন ক্রিকেটার অজয় জাদেজার। এ কথা অনেকেই জানেন। এভাবে বলিউডের প্রথম সারির একাধিক অভিনেতার সঙ্গেও নাম জড়িয়েছিল মাধুরী দীক্ষিতের। তবে এই নায়িকা সম্প্রতি জানিয়েছেন, তার ক্রাশ ছিলেন ক্রিকেটার সুনীল গাভাস্কার! মাধুরী তার চেয়ে ঢের বয়সে বড় এই ক্রিকেট কিংবদন্তীর প্রতি দুর্বলতা ছিল বড় রকমের।

এমন অবস্থায় ১৯৯৯ সালে বহু ভক্ত-প্রেমিক-শুভাকাঙ্খীর হৃদয়ে তোলপাড়া ফেলে হৃদরোগেরই এক চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করে বিনোদন দুনিয়া ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, সুনীল গাভাস্কার ছিলেন তাঁর স্বপ্নের নায়ক। ১৯৯২ সালের এক সাক্ষাৎকারে মাধুরী নিজেও এ কথা জানিয়েছিলেন।

নিজের থেকে আঠারো বছরের বড় এই ক্রিকেটারকে যখন মাঠে নামতে দেখতেন, মুগ্ধ চোখে তাকিয়ে থাকতেন। শুধু তা-ই নয়, সুনীলের জন্য যে তিনি পাগল ছিলেন, সে কথাও নিজ মুখেই স্বীকার করেছিলেন নায়িকা। তিনি বলেন, আমি পাগল ছিলাম তাঁর জন্য।

সেই সাক্ষাৎকারেই মাধুরী জানিয়েছিলেন, সুনীলের জন্য এতটাই পাগল ছিলেন যে প্রায়ই তাঁর স্বপ্নে আসতেন বিশ্বখ্যাত এই ব্যাটসম্যান। তবে শেষে মাধুরী সংসার পাতেন হৃদ্‌রোগবিশেষজ্ঞ শ্রীরাম নেনের সাথে। নেনের প্রেমে পড়ার ঘটনাও সিনেমাকে হার মানায়। নেনে মাধুরীকে চিনতেন না। মাধুরী যে বলিউডের তোলপাড় ফেলে দেওয়া নায়িকা, জানতেন না তিনি।

প্রায় ২৪ বছরের দাম্পত্যজীবন তাঁদের। আছে দুই সন্তানও। আরিয়ান ও রায়ান। বিয়ের পর লম্বা একটা বিরতি নিয়ে অভিনয়েও ফিরেছেন চিরসবুজ মাধুরী। কখনো যুক্তরাষ্ট্র, কখনো মুম্বাই, দুই দেশেই থাকেন তাঁরা।