খাদের কিনার থেকে ফেরা ডোনাল্ড ট্রাম্পই হতে যাচ্ছেন আমেরিকার ভবিষ্যৎ। ভোটের এ পর্যায়ে তিনি প্রতিপক্ষ ডেমোক্রাট প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে পরিষ্কার ব্যবধানে এগিয়ে গেছেন। মঙ্গলবারের নির্বাচনে ট্রাম্প যদি জিতে যান, সেটা হবে একবার হেরে যাওয়ার পর দ্বিতীয় চেষ্টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার দ্বিতীয় ঘটনা।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অন্য অনেক দেশের নির্বাচন থেকে একেবারেই আলাদা। এর মানে এই নয় যে সেখানে গণতান্ত্রিক পদ্ধতির উপস্থিতি নেই। বরং গণতান্ত্রিক পন্থার এক ব্যতিক্রমী পদ্ধতির ভোট হয় সেখানে। কমলা হ্যারিস, নাকি ডোনাল্ড ট্রাম্প— কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট? সেটি নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা, মেলানো হচ্ছে নানান সমীকরণ।
যুক্তরাজ্যের অন্যতম প্রধান রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন কেমি বাডেনক (৪৪)। এর মাধ্যমে ব্রিটেনের একটি বড় রাজনৈতিক দল প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ নারীকে দলীয় প্রধান হিসেবে চেয়ারে বসালো। কনজারভেটিভ পার্টিকে এর প্রতিষ্ঠাকালীন নীতিতে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শনিবার দলটির নেতৃত্বের প্রতিযোগিতায় জয়ী হন বাডেনক।
বিশ্বের পরাক্রমশালী দেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আগামী ৫ নভেম্বর মঙ্গলবার। এ কারণে সারাবিশ্বের নজর এখন যুক্তরাষ্ট্রের দিকে। অবশ্য ইতিমধ্যে প্রায় ছয় কোটি আগাম ভোট পড়েছে। সর্বশেষ জরিপ অনুযায়ী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
মার্কিন নির্বাচন একেবারে দোরগোড়ায়। এমন পরিস্থিতিতে প্রধান দুই প্রার্থী প্রচারে গলদঘর্ম হচ্ছেন, প্রতিপক্ষকে বাক্যবাণে নাস্তানাবুদ করছেন। ভোটারদের নিজেদের ভোটবাক্সের দিকে নিয়ে যেতে নানা বক্তব্য-বিবৃতিও দিচ্ছেন। এরইমধ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দিলেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এক বিবৃতি!
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচন নিয়ে গোটা বিশ্বেই এখন তুমুল আলোচনা চলছে। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকি। এমন সময়ে সিদ্ধান্তহীন ভোটারদের সংখ্যা অনেকটাই কমে এসেছে। কিন্তু বেড়ে গেছে পক্ষ পরিবর্তন করা ভোটারের সংখ্যা।
ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সেনা ঘাঁটিতে সফল ড্রোন হামলা চালালো সশ্রস্ত্র মুক্তিকামী বাহিনী হিজবুল্লাহ। ওই হামলায় চার ইসরায়েলি সেনা নিহত এবং ৬০ জনেরও বেশি আহত হয়। আহতদের অবস্থা আশংকাজনক। এ খবর জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
দেশে এখন তিন কোটিরও বেশি মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত। এটি দিন দিন বাড়ছে। মানসিক স্বাস্থ্য নিয়ে সাধারণভাবে দেখা যায়, যিনি এর মধ্য দিয়ে যাচ্ছেন তার নিজের মধ্যেও এক ধরনের ‘স্টিগমা’ বা কুসংস্কার কাজ করে। এ রোগ নিয়ে সমাজে কুসংস্কারও বাড়ছে। এটিই বড় ভাবনার।
মাত্র দুই মাসের ব্যবধানে দু’বার হত্যাচেষ্টার শিকার হয়েছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে প্রথমবার হত্যা চেষ্টা হয়েছিল গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে।
এই পৃথিবীর জনসংখ্যা এখন কতো?— সব সময়ই এমন একটি জিজ্ঞাসা থাকে পৃথিবীর নাগরিকদের। জাতিসংঘের নতুন এক প্রতিবেদন বলছে, বিশ্বের জনসংখ্যা ৮২০ কোটি থেকে বেড়ে এক হাজার ৩০ কোটিতে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে। ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবসে প্রকাশিত এক প্রতিবেদনে এমন ভবিষ্যদ্বাণী করা হয়েছে।