কয়েক বছর বিরতির পর আবারো নাট্য কর্মশালায় ফিরেছে দেশের শীর্ষস্থানীয় স্বনামধন্য নাট্যদল ঢাকা পদাতিক। ছবি : প্রিয়দেশ
শিল্পকলা প্রতিবেদক
কয়েক বছর বিরতির পর আবারো নাট্য কর্মশালায় ফিরেছে দেশের শীর্ষস্থানীয় স্বনামধন্য নাট্যদল ঢাকা পদাতিক। আগামীতে যাদের পদচারণায় ঢাকা পদাতিক তথা নাট্যাঙ্গন মুখরিত হবে, সৃষ্টিতে হবে বর্ণীল সেই স্বপ্নবাজদের নিয়ে হয়ে গেল সফল এক নাট্য কর্মশালা। ‘নাটক হোক জীবনের প্রকাশিত সত্য, নাটক হোক জীবন যুদ্ধের হাতিয়ার’— এই শ্লোগানকে ধারণ করে কাজ করা দেশের শীর্ষস্থানীয় এই নাট্যদল তাদের দীর্ঘ পথচলায় কয়েক বছর বিরতি দিয়ে নতুন নাট্যকর্মীদের নিয়ে সাতদিনব্যাপী সফল নাট্য কর্মশালা সম্পন্ন করেছে।
নতুন নাট্যকর্মীদের সনদপত্র বিতরণ হয় ৫ জুলাই সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে। ছবি : প্রিয়দেশ
কর্মশালায় অংশগ্রহণকারী নতুন নাট্যকর্মীদের সনদপত্র বিতরণ হয় ৫ জুলাই ২০২৪ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে। বরাবরই ঢাকা পদাতিক নতুন সৃজনে তারুণ্যকে গুরুত্ব দিয়ে থাকে। আনুষ্ঠানিক সমাপনী আয়োজনটি ছিল নতুনদের জন্য দলে নিয়মিত হওয়ার দ্বার উন্মোচন। এদিন তাদের সফলতার জন্য সনদপত্র প্রদান করা হয় এবং থিয়েটারে স্থিতি হওয়ার লক্ষ্যে নিয়মিতভাবে দলে কাজ করার সুযোগ দেওয়া হয়।
এই আয়োজনে বক্তব্য রাখেন ঢাকা পদাতিকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ ও নাট্যনির্দেশক, চলচ্চিত্র নির্মাতা অভিনেতা নাদের চৌধুরী। আরো বক্তব্য রাখেন নাট্যনির্দেশক, প্রশিক্ষক দেবাশীষ ঘোষ ও কাজী চপল।
ঢাকা পদাতিকের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম নান্টু।
অংশগ্রহণকারীদের মধ্য থেকে চারজন বক্তব্য রাখেন। পরে নতুন পুরাতনের সম্মিলনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা হয়। ঢাকা পদাতিক বিশ্বাস করে তাদের অভিজ্ঞতা, তারুণ্যের দুর্দমনীয় সৃজন স্পৃহা মিলে শিল্পাঙ্গনে ছড়াবে ভরাপূর্ণিমার আলোকচ্ছটা।
আয়োজনে দলের শতাধিক সদস্যের উপস্থিতিতে আগামীর পথচলা আরও সুদৃঢ় ও সৃজনশীল হওয়ার প্রত্যাশা করা হয়।