গত কয়েক দশকে দেশ থেকে বিপুল অর্থ পাচার হয়ে গেছে। এ নিয়ে পরিষ্কার কোনো গবেষণা এখনো হয়নি। ফলে মোট কী পরিমাণ অর্থ পাচার হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানা সম্ভব নয়। ব্যাংকের মতো আনুষ্ঠানিক মাধ্যম ব্যবহার করে ১৭ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ পাচারের কথা জানা যায়। বিভিন্ন ঘটনার ভিত্তিতে ধারণা করা যায়, বাংলাদেশ থেকে বছরে গড়ে ১২-১৫ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ পাচার হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র ইস্যুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মন্তব্যের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারীদের অনেকেই তার বিদায় চাইছেন। এই দাবি উঠলেও আইন ও সংবিধান কী বলে? প্রচলিত আইন মোতাবেক তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার সুযোগ আছে কি?