এ মূহুর্তে বিজ্ঞানের সবচেয়ে আলোচিত আবিষ্কার হলো কৃত্রিম প্রযুক্তি বা এআই। নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা এআই আনতে দেরি করছে টেকজায়ান্ট অ্যাপল। তবে দেরি করলেও তাদের এআই’ই হবে ‘সেরা’— সম্প্রতি অ্যাপলের এআই পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের জবাব এমনই বলেছেন কোম্পানিটির নির্বাহী প্রধান টিম কুক।
মোবাইল ফোন ও ট্যাবলেটসহ নানা প্রযুক্তি শিশুদের জন্য বিরূপ ফল বয়ে আনছে। শিশুদের নানা মনো-দৈহিক সমস্যা সৃষ্টি করছে মাত্রাতিরিক্ত ডিভাইসম্যানিয়া। গবেষকরা এ অবস্থায় বাচ্চাদের ক্ষেত্রে স্ক্রিন টাইম বেঁধে দিতে বলছেন।