আপনি যে সকালের নাস্তাটা খাচ্ছেন, ঠিক আছে তো? দুপুরে যে ভাতটা খাচ্ছেন, সেই চালে কি পরিমান বিষাক্ত পাউডার ছিল, খোঁজ নিয়েছেন কোনোদিন? সকাল দুপুর রাতে যে দুধটা দিয়ে চা খাচ্ছেন, দুধটা দুধ তো, নাকি কৃত্রিম কিছু? টসটসে আঙুরটি যে টুপ করে মুখে পুরলেন, তাতে যে স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ফরমালিন ছিল না, তার গ্যারান্টি কি?
ক্যালেন্ডারের হিসাবে এ অঞ্চলে সেদিন ছিল ২২ জানুয়ারি, শনিবার, ২০২২। যদিও আমেরিকায় তখনও দিনটি ছিল শুক্রবার। নেটমাধ্যমে এরইমধ্যে মা হওয়ার খবর জানালেন ২০০০ সালে মিস ওয়ার্ল্ডের খেতাব জেতা প্রিয়াঙ্কা চোপড়া। লিখলেন, তিনি আর নিক মা-বাবা […]