Error message

  • User warning: The following module is missing from the file system: pantheon. For information about how to fix this, see the documentation page. in _drupal_trigger_error_with_delayed_logging() (line 1143 of /home1/priodesh/public_html/includes/bootstrap.inc).
  • Notice: Trying to access array offset on value of type null in minimal_share_linkedin_count() (line 602 of /home1/priodesh/public_html/sites/all/modules/minimal_share/minimal_share.module).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6595 of /home1/priodesh/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6595 of /home1/priodesh/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6595 of /home1/priodesh/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6595 of /home1/priodesh/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6595 of /home1/priodesh/public_html/includes/common.inc).
  • Deprecated function: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in drupal_get_feeds() (line 394 of /home1/priodesh/public_html/includes/common.inc).
  • Deprecated function: The each() function is deprecated. This message will be suppressed on further calls in _menu_load_objects() (line 579 of /home1/priodesh/public_html/includes/menu.inc).
মারাঠি সিনেমার সকল রেকর্ড ভঙ্গ

মাথানষ্ট মুভি ‌''সাইরাত''

ফিচার প্রতিবেদক
সাইরাত: মুভির নামও মাথানষ্ট, দর্শকেরও মাথানষ্ট করে দিচ্ছে মুগ্ধতায়

গত ২৯ এপ্রিল মুক্তি পেয়েছে সাইরাত (Sairat)। মারাঠি ভাষায় সাইরাত অর্থ টোটালি ম্যাড বা পুরাই মাথানষ্ট। নাগরাজ মাঞ্জুল পরিচালিত মারাঠি এই ছবিটি ঘিরে শুরু হয়েছে অভাবনীয় উন্মাদনা। এরকম একটা আঞ্চলিক সিনেমা যার প্রধান দুই নায়ক নায়িকা চরিত্র অখ্যাত এবং ১৪-১৫ বছরের বালক-বালিকা, কিভাবে অঞ্চল ছাড়িয়ে গোটা ভারত এবং শেষতক আন্তর্জাতিক পরিমণ্ডলে হৈ চৈ ফেলে দিল-- তা জানতে সিনেমাটি অব্যশই দ্রস্টব্য!

ইতোমধ্যে সিনেমার গানগুলো সাড়া ফেলেছে। শ্রুতিমধুর এই গান ও আবহসঙ্গীত করেছেন জাতীয় পুরুস্কাপ্রাপ্ত অজয়-অতুল। প্রাচ্য-পাশ্চাত্যের সঙ্গীতের দারুণ সম্বন্বয় দেখা যায় সঙ্গীতায়োজনে। এছাড়া প্রথম ভারতীয় সিনেমা হিসেবে ‘সাইরাত’-এর গান রেকর্ড হয়েছে ক্যালিফোর্নিয়ার সনি স্টুডিওর লাইভ অরকেস্ট্রায়। ফলাফল, মাত্র কয়েকদিনেই মারাঠি ছবির ইতিহাসে আয়ের সকল রেকর্ড ভেঙেছে মুভিটি।

কিছু তথ্য: ১. গত ২৯ এপ্রিল মুক্তি পেয়েছে সাইরাত। ১৬ মে পর্যন্ত হিসেব বলছে, ছবিটি মারাঠি ছায়াছবির ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড ভেঙে ফেলেছে। এ পর্যন্ত মোট ৬০.১০ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে।

২. ৬৬তম বার্লিন আন্তর্জাতিক ফিল্ম উৎসবে ছবিটি সরকারি বাছাই হিসেবে প্রদর্শিত হয়। ছবি দেখার পর দর্শকরা উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে প্রশংসা জানান ও সম্মান প্রদর্শন করেন।

৩. সাইরাত ছবিতে অভিনয়ের জন্য অভিনেত্রী রিঙ্কু রাজগুরু (নায়িকা) জাতীয় পুরস্কার লাভ করেছেন। প্রসঙ্গত, মাত্র ১৪ বছর বয়সে এই ছবি দিয়েই তাঁর চলচ্চিত্রে অভিনয় শুরু হয়।

৪. সাইরাত দেখে টুইটারে একাধিক মন্তব্য পোস্ট করেন উচ্ছসিত অভিনেতা আমির খান। ছবিটি সকলের দেখা উচিত বলে তিনি মন্তব্য করেছেন। শুধু আমিরই নন, এই ছবির প্রশংসায় মুখর হয়েছেন অভিনেতা ইরফান খান, আয়ুষ্মান খুরানা এবং পরিচালক তথা চিত্রনাট্যকার অনুরাগ কাশ্যপসহ সমগ্র বলিউড।

৫. সাইরাত ছবির সঙ্গীত পরিচালনা সম্পর্কেও সকলে মন্ত্রমুগ্ধ। এই প্রথম হলিউডের সনি স্কোরিং স্টেজে কোনও ভারতীয় ছবির সঙ্গীত রেকর্ড করা হয়েছে। সঙ্গীত পরিচালক জুটি অজয়-অতুলের কাজ নিয়েও শুরু হয়েছে উন্মাদনা।

৬. এই ছবির প্রথম পর্বের মেয়াদ প্রায় দুই ঘণ্টা। বিরতির পরের পর্ব মাত্র ৪৪ মিনিটের।

৭. দর্শকের দাবি মেনে মহারাষ্ট্রের সতারা জেলার কয়েকটি সিনেমা হলে ভোর ৩ টার সময়ও প্রদর্শিত হয়েছে সাইরাতের বিশেষ শো!

মারাঠি ভাষায় এর আগে সবচেয়ে আয়ের রেকর্ড ছিল ‘নাটসম্রাট’ চলচ্চিত্রের দখলে। ‘সাইরাত’ শুধু সে রেকর্ডই ভাঙেনি, প্রথম ৫০ কোটি রুপি আয়ের রেকর্ডও গড়ে বর্তমানে এখন আয় দাঁড়িয়েছে ৬৪ কোটি রুপিতে।

উঁচু ও নিন্ম বর্ণের তরুণ-তরুণীর প্রেম নিয়ে আবর্তিত হয়েছে ‘সাইরাত’র গল্প। প্রেমের কথা প্রকাশ হয়ে পড়লে নানান সামাজিক চাপের মুখে পড়েন তারা। এক পর্যায়ে শহর ত্যাগ করতে হয়।

৬৬তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সাইরাত’ জেনারেশান ১৪প্লাস সেকশানে প্রদর্শিত হয়। এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিশেষ জুরি পুরস্কার পান অভিনেত্রী রিঙ্কু রাজগুরু।

আর এইসব কাজে বরাবরই সিদ্ধহস্ত বলিউডের তিন খান। তবে এবার নিজের ছবি নয়, মারাঠি ভাষার একটি ছবির প্রচারে নেমেছন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। সবাইকে ছবিটি দেখতে অনুরোধ জানিয়ে আলোচনায় এসেছেন তিনি।

আমির তার ব্যাক্তিগত টুইটার একাউন্টে একটি টুইট করেন। সেখানে লেখা ছিলো, ‘মাত্র ছবিটি দেখে উঠলাম। আমি বিষ্মিত! এখনো ছবিটির শেষ অংশের মোহ কাটিয়ে উঠতে পারছিনা।’

এছাড়াও তিনি ছবির কলাকুশলীদের ধন্যবাদ জানান। এবং তার অনুসারীদের বলেন যারা এখনো ছবিটি দেখেননি আশা করছি শীঘ্রই ছবিটি দেখে নিবেন। এর চেয়ে দারুণ কিছু হয় না।

https://www.youtube.com/watch?v=AQ-P5RR7r40